করোনায় বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্য়া আবারও ৬০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৬৪৯ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৮৩। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৯৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৫০৯ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৩ হাজার ৩৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৭৮ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২ হাজার ৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১৩১৮),হাওড়া (৭৮২), দক্ষিণ ২৪ পরগনা (৫৭৬), হুগলি (২৯৩)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: পোস্টাল ব্য়ালট ব্য়বহারের পক্ষে সওয়াল ধনকড়ের-মমতাকে করোনা প্রসঙ্গে ফের খোঁচা রাজ্য়পালের-কলকাতায় মিষ্টির দোকানে কোভিড আক্রান্তের মৃতদেহ
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ১০ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫ লক্ষ ৮ হাজার ১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪৮৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশেও করোনার প্রকোপ অব্য়াহত। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৬ লাখ ৪ হাজার ৬৪১ জন। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৮৩৪ জন। দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২,২৬,৯৪৭, সুস্থ হয়েছেন ৩,৫৯,৮৫৯।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন