বাংলায় করোনার দাপটের মধ্য়েই আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৮৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৭৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৮.৫৯ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ৬০৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৬ হাজার ৫৭৬।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৭ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৯৫৭।
আরও পড়ুন: এই প্রথম! অক্টোবরে এক লাফে কমল করোনা প্রকোপ
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭০১৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৭২২), দক্ষিণ ২৪ পরগনা (২৭০৬), নদিয়া (২১০১), পশ্চিম মেদিনীপুর (১৮১৩), ,হাওড়া (১৭৫০), হুগলি (১৬৬৩),পূর্ব মেদিনীপুর (১৪৭০)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪৩ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৬ লক্ষ ৪৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৬টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪১, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৯৬৬, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন