করোনায় কাঁপছে বাংলা, একদিনে আক্রান্ত ৩৩১০

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৮৯ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১০ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৬৩ হাজার ৬৩৪। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৬ হাজার ৮৬৫। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩১ হাজার ৬৯৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫০৭০।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরব বলে শেষমেশ নিজেই করোনা আক্রান্ত হলেন অনুপম হাজরা

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫৯৪৭। এরপরই রয়েছে কলকাতা (৫৫৮৮), দক্ষিণ ২৪ পরগনা (১৯২৮),হাওড়া (১১৯৪), হুগলি (১১৭৮),পূর্ব মেদিনীপুর (১১২০), পশ্চিম মেদিনীপুর (১১০৮)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪৩ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৩ লক্ষ ১৪ হাজার ৫৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus