Advertisment

বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই, মৃত আরও ৫৬

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২৯৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪০ হাজার ৯১৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৩.৫৩ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

একদিকে যেমন বাংলায় বাড়ছে করোনা সংক্রমণ, সেইসঙ্গে বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৬ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬৮ হাজার ৬৯৭। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৪ হাজার ৪৪৫। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২৯৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪০ হাজার ৯১৩ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৩.৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩৩৩৯।

আরও পড়ুন: শুরু হচ্ছে মেট্রো পরিষেবা, কী কী নির্দেশিকা থাকছে?

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৯৮৪। এরপরই রয়েছে কলকাতা (৪৪৪৯), পশ্চিম মেদিনীপুর (১৪৬৫), পূর্ব মেদিনীপুর (১৩২৫),দক্ষিণ ২৪ পরগনা (১৩৯০), হাওড়া (১১০৫), হুগলি (১১৭০)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪৪ হাজার ১২০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৯ লক্ষ ৭৫ হাজার ৪৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment