Advertisment

বাংলায় একদিনে আক্রান্ত ও সুস্থের সংখ্যা ৩ হাজার পার

একদিনে রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১২৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৭৮৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৬.৫১ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। করোনা পরিস্থিতিতে বাংলায় এটাই আশার আলো দেখাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৭ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৯ হাজার ১১৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৭ হাজার ৬৯৬। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, একদিনে রাজ্য়ে করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১২৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৭৮৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৬.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৬৩৪।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪।। আবেদন শঙ্খ ঘোষ সহ বুদ্ধিজীবীদের।। পুলিশকে ধাক্কা গাড়ির

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ২৩৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৬০৮), হাওড়া (১৭৯৭), দক্ষিণ ২৪ পরগনা (১৮৬৯), পূর্ব মেদিনীপুর (১৫৩০), হুগলি (১২৩৯) ।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৩৫ হাজার ৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৪ লক্ষ ৫১ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৬টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩১, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৯৩৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment