Advertisment

করোনা-যুদ্ধে বাংলায় আশার আলো, সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ

কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ৩৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৪০),হাওড়া (৫৬৩), দক্ষিণ ২৪ পরগনা (৩৪৯), হুগলি (২৫৫)।

author-image
IE Bangla Web Desk
New Update
corona vaccine Updates

প্রতীকী ছবি।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে বাংলায় আবারও আশার আলো দেখা গেল। একদিনে বাংলায় সুস্থ হয়ে উঠেছেন ৫৬২ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৭ হাজার ৮৬৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৮.১২ শতাংশ।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৪১ জনের শরীরে মিলল করোনাভাইরাস। এ নিয়ে শনিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৩১। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ১২৬। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৪০, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ হাজার ৩৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৪০),হাওড়া (৫৬৩), দক্ষিণ ২৪ পরগনা (৩৪৯), হুগলি (২৫৫)।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: রথের দিন খুলছে তারাপীঠ-রিজেন্ট পার্কে তরুণী খুন-অন্ডালের কোলিয়ারিতে ধস-লাশের হিসেব চাইলেন ধনকড়

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ১০ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ৯০ হাজার ৯৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৩৪০, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৫১৬ জন। মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। শনিবার দেশে মোট আক্রান্তের সংখ্যা ছুঁল ৩ লক্ষ ৯৫ হাজার ৪৮। এদের মধ্যে ১ লক্ষ ৬৮ হাজার ২৬৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment