Advertisment

রেকর্ড সংক্রমণের মধ্যেই বাংলায় করোনাজয়ীর সংখ্যা ১ লাখ ছাড়াল

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

রেকর্ড  সংক্রমণের মধ্যেই করোনায় আশার আলো দেখল বাংলা। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় মোট সুস্থ হলেন এক লাখেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮২ জন। সবমিলিয়ে বাংলায় মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ১ হাজার ৮৭১ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৬.৯৬ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৪৫ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭ হাজার ৮০৪।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৬৮৯।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে বৃষ্টির লম্বা ইনিংস, চলবে আগামী সপ্তাহ পর্যন্ত

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬ হাজার ১১৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৮০৬), হাওড়া (১৭৫৭), দক্ষিণ ২৪ পরগনা (১৮১৪), পূর্ব মেদিনীপুর (১৪৯৬), হুগলি (১৪৪১) ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৩৬ হাজার ২২৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৪ লক্ষ ৮৭ হাজার ৮৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৬টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩১, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১১ হাজার ৯৩৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment