Advertisment

আনলক পর্যায়ে কলকাতা-হাওড়ায় কমল করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা

কোভিড লড়াইয়ে বাংলাতে এবার বাড়ল সুস্থতার সংখ্যা। আক্রান্তের সংখ্যাকে পিছনে ফেলে করোনা মুক্তের সংখ্যায় এবার আশার আলো দেখছে পশ্চিমবঙ্গ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনের বিধিনিষেধে ছাড় মিলতে যে আশঙ্কা করা হয়েছিল ততটা দাপট এখনও দেখায়নি করোনাভাইরাস। কোভিড লড়াইয়ে বাংলাতে এবার বাড়ল সুস্থতার সংখ্যা। আক্রান্তের সংখ্যাকে পিছনে ফেলে করোনা মুক্তের সংখ্যায় এবার আশার আলো দেখছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় এ রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৩২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। শতকরার দিকে বিচার করলে করোনা মুক্ত হয়েছেন ৫৯.৪৯ শতাংশ।

Advertisment

সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ২৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৪৫। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। সেদিক থেকে হিসেব করলে এখনও পর্যন্ত করোনাভাইরাসের কবলে মৃত্যু হয়েছে মোট ৫৫৫ জনের। পশ্চিমবঙ্গে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৫ হাজার ৯৩। গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ৩৩, রাজ্য স্বাস্থ্য দফতর বুলেটিন সূত্রে এমনটাই খবর।

তবে এখনও সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ হাজার ৯৫৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৬৪),হাওড়া (৫১৭), দক্ষিণ ২৪ পরগনা (৩৫২), হুগলি (২৬৭)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ১০ হাজার ৩৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩ লক্ষ ৯০ হাজার ৯৪২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ২৪, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৩। মোট কোভিড বেডের সংখ্যা ১০ হাজার ৩৪০, মোট আইসিউ বেডের সংখ্যা ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্যে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal kolkata
Advertisment