Advertisment

সংক্রমণে রেকর্ড ভাঙল পঞ্চমীতে, বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৪০৬৯

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৫৯৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ৩০৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৪৫ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনা সংক্রমণে চতুর্থীর রেকর্ড ভেঙে দিল পঞ্চমী। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৩৩ হাজার ১২৬। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৫ হাজার ৫৭৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৫৯৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ৩০৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬২৪৪।

আরও পড়ুন: দেশে বাড়ল দৈনিক করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, পাল্লা দিচ্ছে সুস্থতার হারও

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭৩৯৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭২৮০), দক্ষিণ ২৪ পরগনা (২৩১২), পশ্চিম মেদিনীপুর (১৭৫২),হাওড়া (১৭০৯),নদিয়া (১৫৬৯), হুগলি (১৫৫৪),পূর্ব মেদিনীপুর (১২৭৯)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪১ লক্ষ ২২ হাজার ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭৫১, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment