বাংলায় একদিনে করোনায় আক্রান্ত ৩২৩২, সুস্থ ৩০৮৮, মৃত ৪৮

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮ জন। সবমিলিয়ে বাংলায় মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৯৫৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৭.৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮ জন। সবমিলিয়ে বাংলায় মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৯৫৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৭.৪১ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনার দাপট বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৩২ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৫৯৬। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৭ হাজার ৯০০। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮ জন। সবমিলিয়ে বাংলায় মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৯৫৯ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৭৭.৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৮ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৭৩৭।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস, কাল-পরশু সাগরে ফের নিম্নচাপ

Advertisment

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৯১০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৬৯৩), হাওড়া (১৬৮৫), দক্ষিণ ২৪ পরগনা (১৭৯৬), পূর্ব মেদিনীপুর (১৫০৩), হুগলি (১৪৭০) ।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৩৬ হাজার ৩১৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৫ লক্ষ ২৪ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৩৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus