scorecardresearch

বড় খবর

করোনা কাঁপুনি, বাংলায় একদিনে আক্রান্ত ২২৯১, মৃত আরও ৩৯

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১৬১৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৯ হাজার ৬৫০ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬০.১১ শতাংশ।

covid-19, করোনাভাইরাস, করোনা, ভাইরাস কোভিড ১৯, covid-19 outbreak, covid-19 lockdown, covid-19 cases, covid-19 deaths, covid-19 recovered, covid-19 scientists, করোনাভাইরাস, মিউটেশন, coronavirus mutation, coronavirus unusual symptoms, covid-19 mysteries, unsolved covid-19 mysteries, upasana ray, csir-indian institute of chemical biology kolkata senior scientist, csir-indian institute of chemical biology kolkata, s1 subunit spike protein, s2 subunit spike protein, the lancet infectious diseases journal, subhajit biswas, national centre for biological sciences bengaluru, national centre for biological sciences neurosicentist, shannon olsson, nature medicine journal, thrombosis research journal, covid toes
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাংলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯১ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৩২১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৮ হাজার ৪৫০। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৯ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১২২১। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১৬১৫ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ২৯ হাজার ৬৫০ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬০.১১ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৬৮৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৪৭১), হাওড়া (১৭৯০), দক্ষিণ ২৪ পরগনা (১৪৯৮), হুগলি (৮৯৮)।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: একদিনেই বিজেপি ছাড়লেন মেহতাব।। বাংলা জয়ে দিল্লিতে কৌশল-বৈঠক বিজেপির।। মাসে চার দিন ডিজেল কিনবেন না বাসমালিকরা।। ফের করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ১৪ হাজার ৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৭ লক্ষ ৪৩ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৩৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩৭,৭২৪ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে দেশে মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ৭,৫৩,৫০ জন ও করোনা অ্যাক্টিভ রোগী রয়েছেন ৪,১১,১৩০ জন। ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা ২৮,৭৩২।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Coronavirus latest updates west bengal 22 july 2020 live updates kolkata covid 19