Advertisment

বাংলায় করোনায় মৃত দুশো ছুঁই ছুঁই, মোট আক্রান্ত ৩,৩৩২

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৮২০। এরপরই রয়েছে হাওড়া (৪৮৪), উত্তর ২৪ পরগনা (২৪৫)।

author-image
IE Bangla Web Desk
New Update
shamli coronavirus mistaken identity, শামলি, সামলি, উত্তরপ্রদেশ, up coronavirus mistaken identity, করোনাভাইরাস, shamli wrong coronavirus patient, up wrong coronavirus patient, india news, indian express bangla

প্রতীকী ছবি।

বাংলায় করোনার দাপট যেন থামছেই না। এ রাজ্য়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া ২০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে ১৩৫ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ৩৩২। বাংলায় করোনায় মৃত বেড়ে হয়েছে ১৯৩। এই মুহূর্তে রাজ্য়ে করোনা অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৮৪৬। বাংলায় করোনায় সুস্থ হয়েছেন ১ হাজার ২২১ জন, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৮২০। এরপরই রয়েছে হাওড়া (৪৮৪), উত্তর ২৪ পরগনা (২৪৫), দক্ষিণ ২৪ পরগনা (৬২), হুগলি (৫৭)।

আরও পড়ুন: মমতার পাশে মোদী, আমফান বিধ্বস্ত বাংলা পুনর্গঠনে হাজার কোটি সাহায্য়

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৫ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ২০ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৬.৬৪ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

আরও পড়ুন: আয়লার থেকেও ভয়ঙ্কর আমফান: রাষ্ট্রসংঘ

এদিকে, দেশে করোনার প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৮৮জনের শরীরে ভাইরাস মিলেছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংক্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪৪৭। দেশে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩ হাজার ৫৮৩। জানা যাচ্ছে, ভারতে করোনায় সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫৩৩ জন। বিশ্বের করোনা আক্রান্ত দেশগুলির মধ্য়ে একাদশ স্থানে রয়েছে ভারত। দেশের মধ্য়ে সবথেকে করোনার প্রকোপ বেশি মহারাষ্ট্রে। সে রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে ৪১ হাজার ৬৪২।

coronavirus
Advertisment