বাংলায় করোনায় খানিকটা স্বস্তি মিলছে। গত ক’দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্য়া ২ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৮ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ৬২৪। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৫ হাজার ৬৮৯।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ১৫৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লক্ষ ১৬ হাজার ৪৬২ জন। রাজ্য়ে সুস্থতার হার ৯৫.৩৫ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৩৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯৪৭৩।
আরও পড়ুন: জাঁকিয়ে শীতে জবুথবু বাংলা, কলকাতায় তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৭৫৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (২৮৩৭), দক্ষিণ ২৪ পরগনা (৮৬৯), হুগলি (৮১৮), হাওড়া (৭৮২), নদিয়া (৭৪৮),পূর্ব মেদিনীপুর (৬৯৫),পশ্চিম মেদিনীপুর (৫৯৪)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪১ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৮ লক্ষ ১৬ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫৮৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ২৫২৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১২৭৯টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন