Advertisment

বাংলায় করোনায় মৃত বেড়ে ১৯৭, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৭

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৮২৯। এরপরই রয়েছে হাওড়া (৪৯২), উত্তর ২৪ পরগনা (২৪৯), দক্ষিণ ২৪ পরগনা (৬৮), হুগলি (৭০)।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

ছবি: পার্থ পাল।

করোনার হানায় কাাঁপছে বাংলা। পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে হল ১৯৭। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ১২৭ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ৪৫৯। শনিবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ১ হাজার ৯০৯। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ২৮১, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৮২৯। এরপরই রয়েছে হাওড়া (৪৯২), উত্তর ২৪ পরগনা (২৪৯), দক্ষিণ ২৪ পরগনা (৬৮), হুগলি (৭০)।

আরও পড়ুন: কলকাতার রাজপথে নামল সেনাবাহিনী

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৯ হাজার ৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ২৯ হাজার ৬০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৭.০৩ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।

Advertisment

এদিকে, দেশে করোনার থাবা অব্য়াহত। ভারতে নতুন করে সাড়ে ৬ হাজার জনের শরীরে মিলেছে ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের তথ্য় অনুসারে জানা যাচ্ছে, শনিবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ১০১। দেশে করোনায় মৃতের সংখ্য়া ছুঁয়েছে ৩ হাজার ৭২০।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment