Advertisment

বাংলায় করোনা সংক্রমণের আবহেই বাড়ছে সুস্থতার হার

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৬৮৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ৮১৬ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৯২.৮০ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনা সংক্রমণ বাড়ছে, সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৫৭ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫৯ হাজার ৯১৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ৩০। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৬৮৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ২৬ হাজার ৮১৬ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৯২.৮০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৭ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮০৭২।

আরও পড়ুন: করোনা ভ্য়াকসিন ৯০ শতাংশ কার্যকরী, দাবি অ্য়াস্ট্রাজেনেকার

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬৮৭৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৫৭৪), দক্ষিণ ২৪ পরগনা (১৫৮৭), হুগলি (১৫১৪), হাওড়া (৯২২), নদিয়া (৯১২), পূর্ব মেদিনীপুর (৭৪৩),পশ্চিম মেদিনীপুর (৫৪৪)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪২ হাজার ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫৫ লক্ষ ৬৫ হাজার ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment