করোনায় কাঁপছে বাংলা।গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৯ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৬৭৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ১০১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৯৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫ হাজার ২৮ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৩৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৫৪৪।
আরও পড়ুন: কথা রাখলেন মমতা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে জোড়া প্রকল্পের সূচনা বাংলায়
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৪৭৯। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৩৮৮), দক্ষিণ ২৪ পরগনা (১৬৩৬),পশ্চিম মেদিনীপুর (১৪২০), হাওড়া (১৩৩৯), হুগলি (১৩০৭),পূর্ব মেদিনীপুর (১১১৪)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪৫ হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৯ লক্ষ ২৪ হাজার ৫০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন