বাংলায় করোনায় দৈনিক সংক্রমণের সংখ্য়া বৃহস্পতিবারের তুলনায় খানিকটা কমল শুক্রবার। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৬ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৩। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৯ হাজার ১৫৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১২৯০। অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৩ হাজার ৫২৯ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬২.১২ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৯৮৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭৪০), হাওড়া (১৮৬৬), দক্ষিণ ২৪ পরগনা (১৪৩৯), হুগলি (৯০১)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: বাংলায় লকডাউনে উড়ান বন্ধ।। ভাটপাড়ায় ফের গুলি, উত্তেজনা।। প্রয়াত অমলা শঙ্কর
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ১৫ হাজার ৪৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৭ লক্ষ ৭৩ হাজার ৫১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৪। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৩৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশেও বেড়ে চলেছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫। এমনকি, বেড়েছে মৃত্যু সংখ্যাও। এখনও পর্যন্ত করোনা থাবায় প্রাণ হারিয়েছেন ৩০ হাজার ৬০১ জন। দেশে মোট করোনা-মুক্ত হয়েছেন ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন