বাংলায় রোজই বেড়ে চলেছে করোনা সংক্রমণ। পাশাপাশি স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৬ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৭ হাজার ৮৬৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ২২১। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ১৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮ হাজার ৪২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৬০৬।
আরও পড়ুন: পুজো উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা-সহ একগুচ্ছ ছাড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৬৫০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৪৮০), দক্ষিণ ২৪ পরগনা (১৬১৫),পশ্চিম মেদিনীপুর (১৩০৪), হাওড়া (১৩৬২), হুগলি (১৩০৩),পূর্ব মেদিনীপুর (১০৯৩)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৪৩ হাজার ৪৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২৯ লক্ষ ৬৭ হাজার ৯৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।