Advertisment

বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া ৪০০ পেরোল

”ডেথ অডিট কমিটি জানিয়েছে, ৫৭ জনের মৃত্য়ু খতিয়ে দেখেছে তারা। ১৮ জনের মৃত্য়ু হয়েছে করোনাতেই। বাকি ৩৯ জনের মৃত্য়ুর তাৎক্ষণিক কারণ অন্য় রোগ”।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

ফাইল ছবি।

পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্য়া ৪০০ পেরোল। শনিবার পর্যন্ত রাজ্য়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৩, স্বাস্থ্য় দফতরের বুলেটিনে এ তথ্য়ই প্রকাশ করা হয়েছে। অন্য়দিকে, এ রাজ্য়ে এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১০৫ জন। বাংলায় করোনায় মৃতের সংখ্য়া ১৮।

Advertisment

বাংলায় করোনায় আরও ৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে এ রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১৮, শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্য়সচিব রাজীব সিনহা। মুখ্য়সচিব জানান, ”ডেথ অডিট কমিটি জানিয়েছে, ৫৭ জনের মৃত্য়ু খতিয়ে দেখেছে তারা। ১৮ জনের মৃত্য়ু হয়েছে করোনাতেই। বাকি ৩৯ জনের মৃত্য়ুর তাৎক্ষণিক কারণ অন্য় রোগ”।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে গত কয়েকদিনের মতো এদিনও কলকাতার বিভিন্ন প্রান্তে শুক্রবারও সচেতনতার প্রচার করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গাড়িতে করে শহরের বিভিন্ন প্রান্তে পরিদর্শন করেন মমতা। করোনায় লকডাউন পরিস্থিতিতে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্য়মন্ত্রী। এদিন মমতা বলেন, ”যতক্ষণ না করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হচ্ছি আমরা, ততক্ষণ বাড়িকেই মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার বানান”।

আরও পড়ুন: কেন্দ্রীয় দলের প্রশ্নের উত্তর দেবে স্বাস্থ্যবিভাগ, জোড়া চিঠির জবাবে মন্তব্য মুখ্যসচিবের

এদিকে, করোনা মোকাবিলায় বাংলার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে ফের মুখ্যসচিবকে চিঠি দিল কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল। প্রথম চিঠির পর দ্বিতীয় চিঠিতেও রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার কাছে কেন্দ্রীয় পর্যবেক্ষণ দলের প্রধান অপূর্ব চন্দ্র চিকিৎসা ব্যবস্থা সংক্রান্ত একাধিক তথ্য জানতে চেয়েছেন। এর আগের চিঠিতে করোনায় বাংলায় মৃত্যু নিশ্চিত করতে কেন সময় লাগছে এ ব্যাপারে জানতে চাওয়ার পাশাপাশি ডেথ অডিট কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় দল।

কেন্দ্রীয় দলের প্রশ্নমালা প্রসঙ্গে মুখ্যসচিব রাজীব সিনহা নবান্নে সাংবাদিক বৈঠকে বলেন, ”কেন্দ্রীয় দলের প্রশ্নের উত্তর দেবে স্বাস্থ্যবিভাগ। প্রশাসনিক ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন থাকলে আমরা জবাব দেব, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রশ্ন থাকলে স্বাস্থ্য দফতর জবাব দেবে”।

অন্য়দিকে, স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার হাজারের বেশি, মৃত ৫২। সবমিলিয়ে ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৪ হাজার ৫০৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬৩ জন। ৭২৩ থেকে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৫ জন। শুক্রবার কেন্দ্র নির্দেশিকা জারি করে লকডাউনের মধ্যেও আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেছে। গ্রামীণ এলাকায়, ছোটো বাজার ও লোকালয়ে এবার থেকে অনাবশ্যকীয় নির্দিষ্ট পণ্যের কিছু দোকান খোলা থাকবে। তবে, কোভিড কনটেনমেন্ট অঞ্চলে এই ছাড় প্রযোজ্য হবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment