বাংলায় করোনার থাবা অব্য়াহত। রাজ্য়ে করোনাভাইরাসে মৃতের সংখ্য়া ৬০০ পেরোল। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আরও ১৫ জনের মৃত্য়ু হয়েছে। সবমিলিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬০৬। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৪৭৫ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৪৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪ হাজার ৮৫২, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৪৮৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১০ হাজার ১৯০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হয়েছে ৬৫.১২ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৮৫৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৬৮),হাওড়া (৫৪৬), দক্ষিণ ২৪ পরগনা (৩৯০), হুগলি (১৮৩)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: ত্রাণ দুর্নীতি নিয়ে তোলপাড় দক্ষিণ ২৪ পরগনা-বৌবাজার পার করল ‘উর্বী’-অনলাইন যোদ্ধাই বড় ভরসা ঘাসফুলের
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৯ হাজার ৪৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৩৯ হাজার ২৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪২৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, নতুন করে দেশে কোভিড সংক্রমিত হয়েছেন ১৫,৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬৫ জনের। ভারতে মোট পজিটিভের সংখ্যা ৪,৫৬,১৮৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, মোট মৃত্যুর সংখ্যা ১৪,৪৭৬। বর্তমানে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৮৩,০২২ জন। সুস্থতার সংখ্যা ২,৫৮,৬৮৫ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন