বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্য়া বেড়ে হল ২০৬। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ১৪৯ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ৮১৬। সোমবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ১২৪। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৪১৪, রাজ্য় স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৮২৮। এরপরই রয়েছে হাওড়া (৫১৯), উত্তর ২৪ পরগনা (২৬৫), হুগলি (৯৪),দক্ষিণ ২৪ পরগনা (৭৪)।
আরও পড়ুন: বাংলায় জারি বিক্ষোভ, ৫০ শতাংশ এলাকায় ফিরেছে বিদ্যুৎ, দাবি সরকারের
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৯ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ৪৮ হাজার ৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৭.০৫ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
গত কয়েকদিন ধরে ভারতে করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি ঘটেছে। সোমবারও সেই ধারা অব্যাহত।। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৬,৯৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে এ দেশে মোট করোনা পজিটিভের সংখ্যা ১,৩৮,৮৪৫। এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৭,৭২১ জন। কোভিড অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭৭, ১০৩। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪,০২১ জন। জন হপকিনম্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে সংক্রমণের নিরিখে ইরানকে টপকে গিয়েছে ভারত। ফলে বিশ্বের প্রথম ১০ করোনা আক্রান্ত দেশের তালিকায় ঢুকে পড়ল ভারত। বর্তমানে ১০ নম্বরে রয়েছে ভারত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন