বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৩১৯০, মৃত ৫৯

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৭৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৭৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৫৪ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনা কাঁপুনি অব্য়াহত। গত কয়েকদিনের মতো এদিনও সংক্রমণ ৩ হাজারের গণ্ডি পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯০ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৫৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ৩৭৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৭৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২০ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৯ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৬৬৫।

আরও পড়ুন: করোনা আক্রান্ত মন্ত্রী শুভেন্দু অধিকারী

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৮২০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭০২), দক্ষিণ ২৪ পরগনা (১৬৮৩),হাওড়া (১৪৩৪), হুগলি (১৩৩৪),পশ্চিম মেদিনীপুর (১১৮৮), পূর্ব মেদিনীপুর (১০৪৭)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩০ লক্ষ ১১ হাজার ৭৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus