করোনার দাপটবেড়েই চলেছে বাংলায়। পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২১১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১৯৩ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। সবমিলিয়ে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে করোনায় অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ২৪০। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৪৮৬ জন, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৮৫২। এরপরই রয়েছে হাওড়া (৫২১), উত্তর ২৪ পরগনা (২৮৩), হুগলি (১১০),দক্ষিণ ২৪ পরগনা (৮১)।
আরও পড়ুন: মোবাইল-ইন্টারনেট নয়, আমফান বিধ্বস্ত বাংলায় আপনজনের খবর এনে দিচ্ছে হ্য়াম রেডিও
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৯ হাজার ২২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ৫৭ হাজার ২৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৭.০৬ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
এদিকে, দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির গতি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় ভারতে ৬ হাজার ৫৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এ দেশে মোট করোনা সংক্রমিত ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জন। এর মধ্যে ৮০ হাজার ৭২২ অ্যাক্টিভ কেস রয়েছে। দেশে করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ৪৯০ জন। ভাইরাসের জেরে ভারতে মৃত্য়ু হয়েছে মোট ৪,১৬৭ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন