বাংলায় আবারও একদিনে করোনা-মুক্তের থেকে বাড়ল আক্রান্তের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮১ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ২৪০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ৫৪৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৫৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৩ হাজার ৯৭৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৬১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৭২১।
আরও পড়ুন: বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, বর্ষণ দক্ষিণবঙ্গেও
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৪৯২৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৮৩৬), দক্ষিণ ২৪ পরগনা (১৮২৪),হাওড়া (১৪১৮), হুগলি (১৩১৭),পশ্চিম মেদিনীপুর (১১২৫), পূর্ব মেদিনীপুর (১০০৭)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৪৩ হাজার ২৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩০ লক্ষ ৫৫ হাজার ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন