Advertisment

বাংলায় একদিনে করোনা আক্রান্তের থেকে সুস্থের সংখ্য়া বাড়ল

করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৯ হাজার ৯১৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৬২ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
corona vaccine Updates

প্রতীকী ছবি।

বাংলায় একদিনে করোনা আক্রান্তের থেকে করোনা-মুক্ত হলেন বেশি সংখ্য়ক মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১১২ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৮৩০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৯ হাজার ৫০২। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৬৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৯ হাজার ৯১৭ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৬২ শতাংশ। অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৩৯ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৪১১।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ১৬৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৬৭৮), হাওড়া (১৯৭৯), দক্ষিণ ২৪ পরগনা (১৪২৬), হুগলি (৮৭১)।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: মোদীর কাছে বকেয়া চাইলেন মমতা।। ১৫ ঘণ্টা বাড়িতেই করোনা-মৃতদেহ।। পার্থ-ধনকর টুইট যুদ্ধ

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ১৭ হাজার ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৮ লক্ষ ২২ হাজার ১৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৯৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৯,৯৩১ জন। বর্তমানে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জন। এর মধ্য়ে এখন করোনা অ্যাক্টিভ রোগীর রয়েছেন ৪,৮৫,১১৪ জন। দেশে করোনা মুক্ত হয়েছেন ৯.১৭ লক্ষেরও বেশি মানুষ। দেশে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩২হাজার ৭৭১।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment