বাংলায় বাড়ছে করোনার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৫২১ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে শনিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭১১। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ২৯৩। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬২৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২৫৪ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১০ হাজার ৭৮৯ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৪.৫৬ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৯২০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৮৯৫),হাওড়া (৬৮৯), দক্ষিণ ২৪ পরগনা (৪৭৩), হুগলি (২২০)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: প্রচার খসড়া তৈরি তৃণমূলের-স্মার্ট কার্ডে জোর মেট্রোর-মমতার দেওয়া টাকায় ‘না’ বাস সংগঠনের
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ৯ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৫৮ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪৭২, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮,৫৫২ জন। এ পর্যন্ত একদিনে আক্রান্তের নিরিখে যা সর্বাধিক। দেশে মোট কোভিড-১৯ পজিটিভের সংখ্যা ৫ লক্ষ পেরিয়ে গেল। মোট পজিটিভের সংখ্যা ৫ লক্ষ ৮ হাজার ৯৫৩ জন। করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ৩৮৭ হলেও সংক্রমণ থেকে সেরে উঠেছেন ২ লক্ষ ৯৫ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮৪ জনের মৃত্যু হওয়ায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৬৮৫ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন