বাংলায় করোনা সংক্রমণে কিছুটা স্বস্তি মিলল। রাজ্য়ে দৈনিক সংক্রমণ নামল ৪ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ৭৭৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৭ হাজার ১৭২। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৯১৭ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৩ জন। রাজ্য়ে সুস্থতার হার ৮৭.৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৮ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৬০৪।
আরও পড়ুন: দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ডহারে কমে ৩৬,৪৬৯
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭১৩৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৯৭৩), দক্ষিণ ২৪ পরগনা (২৬৬৩),হুগলি (১৮৮৯), নদিয়া (১৮৮৬), পশ্চিম মেদিনীপুর (১৭০৯),হাওড়া (১৪৪১),পূর্ব মেদিনীপুর (১৪৩২)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার ৪২ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৩ লক্ষ ৮২ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭৫১, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন