বাংলায় একদিনে করোনা আক্রান্ত ২৯৮২, সুস্থ ৩২৮৬, মৃত ৫৬

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২৮৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৩২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮০.৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২৮৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৩২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮০.৮৬ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

করোনার দাপটের মধ্য়েই বাংলায় আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৮২জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৬ হাজার ৩৪৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ২৮৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৩২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮০.৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩০৭৩।

আরও পড়ুন: ‘রোগীদের আশীর্বাদেই সুস্থ আছি’, করোনা লড়াইয়ে সামিল এই ‘নীরব যোদ্ধা’রাও

Advertisment

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫২৩৫। এরপরই রয়েছে কলকাতা (৫১৩৪), হাওড়া (১৩৩০), দক্ষিণ ২৪ পরগনা (১৫১০), হুগলি (১২৪৭),পূর্ব মেদিনীপুর (১৩৮৯)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪২ হাজার ১২১ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৭ লক্ষ ৫৮ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus