বাংলায় লাফিয়ে বাড়ল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৩৪৪ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। সাম্প্রতিক সময়ে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে একদিনে সবথেকে বেশি করোনা আক্রান্তের হদিশ মিলল বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২২৩, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ৫৩৬। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ২ হাজার ৫৭৩। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৬৬৮, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
আরও পড়ুন: বিহারে আটক বাংলার রূপান্তরকামী লৌন্ডা নাচিয়েরা বাাড়ি ফিরতে মরিয়া
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯১৯। এরপরই রয়েছে হাওড়া (৫৬৪), উত্তর ২৪ পরগনা (৩৪৫), হুগলি (১১৪),দক্ষিণ ২৪ পরগনা (১০৪)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৯ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার ৭৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৭.৭৭ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
এদিকে, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০০ জন।বৃহস্পতিবার ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৩৩৩। এখনও পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩১ জনের। তাৎপর্যপূর্ণভাবে গত একসপ্তাহ ধরে প্রতিদিনই দেশে নতুন করে আক্রান্ত হচ্ছেন ৬ হাজারেরও বেশি মানুষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন