বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৩১৫৫, মৃত ৫৬

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯২৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯২৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৭৩ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

বাংলায় করোনার দাপট বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৫৫ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৫৮০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ৮৯৯। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯২৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৪৪ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৬ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৮৩৭।

আরও পড়ুন: স্ত্রীকে কাছে পেতে শ্বশুরবাড়ির সামনে ধর্না স্বামীর, নদিয়ায় শোরগোল

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫২৩২। এরপরই রয়েছে কলকাতা (৫০৭৫), দক্ষিণ ২৪ পরগনা (১৮১২),হাওড়া (১৩৭৮), হুগলি (১২৫৪),পশ্চিম মেদিনীপুর (১১৬৩), পূর্ব মেদিনীপুর (১১০০)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৪১ হাজার ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩১ লক্ষ ৩৯ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus