বাংলায় করোনার দাপট অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৪ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ২৫৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৯ হাজার ৬৫২। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৪ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪৪ হাজার ১১৬ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৭.৬০ শতাংশ। অন্য়দিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ৪১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৪৯০।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ।। লকডাউনে রাস্তায় ঘুরলেন শিল্পী।। দোকান-পাট বন্ধ, রাস্তা শুনশান
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৩২৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৭২৪), হাওড়া (১৯৩৮), দক্ষিণ ২৪ পরগনা (১৩৩৬), হুগলি (৮৭৮)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ১৭ হাজার ১৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৮ লক্ষ ৫৬ হাজার ৩৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ২৯৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন