করোনার সংক্রমণ থেকে রেহাই পাচ্ছে না বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ২৭৭ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ৭ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৩০, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ৮১৩। শুক্রবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ২ হাজার ৭৩৬। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ১ হাজার ৭৭৫, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ৯৪৮। এরপরই রয়েছে হাওড়া (৫৭২), উত্তর ২৪ পরগনা (৩৮৩), হুগলি (১১১),দক্ষিণ ২৪ পরগনা (১০৬)।
আরও পড়ুন: ১০০ নয়, ৭০ শতাংশ কর্মী নিয়ে খুলবে সরকারি অফিস, বেসরকারি সংস্থা নিজে সিদ্ধান্ত নেবে: মমতার মত বদল
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ''দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। প্রথম ২-৩ মাস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিলাম। এখনও করছি...দয়া করে জমায়েত করবেন না''। এদিকে, করোনা আবহে আগামী ১ জুন থেকে রাজ্য়ে খুলছে মন্দির-মসজিদ-গির্জা-গুরুদ্বার, নবান্নে একথা ঘোষণা করেছেন মমতা।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৯ হাজার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১ লক্ষ ৮৫ হাজার৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৬.৮৭ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি।
এদিকে, করোনা সংক্রমণে নয়া রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘন্টায় দেশে করোনা পজিটিভ ৭,৪৬৬ জন। চতুর্থ পর্যায়ের লকডাউন শেষের দিকে। সংক্রমণ বৃদ্ধির এই হারই এখন উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৫,৭৯৯ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭১,১০৬। দেশে ভাইরাসে মোট মৃত্যু হয়েছে ৪,৭০৬ জনের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন