Advertisment

সুস্থতার হারে নজির, কিন্তু মৃত্যু সংখ্যা চিন্তা বাড়াচ্ছে বাংলায়

কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে সুস্থতার হার। কিন্তু স্বস্তি নেই। করোনা মুক্ত যে হারে হচ্ছে মৃত্যু সে হারে কমছে না রাজ্যে। যা নি:সন্দেহে চিন্তার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভ্যাকসিন আসেনি তবে করোনাকে জয় করেই ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে সুস্থতার হার। কিন্তু স্বস্তি নেই। করোনা মুক্ত যে হারে হচ্ছে মৃত্যু সে হারে কমছে না রাজ্যে। যা নি:সন্দেহে চিন্তার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৭ জন। বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮০ হাজার ৮১৩। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের মোট সংখ্যা ২৪ হাজার ৪০৫। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৪৪৫ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৪৮ হাজার ৩২ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৯৩.১৮ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮৩৭৬।

আরও পড়ুন, কোভিশিল্ডে স্নায়ুর সমস্যার দেখা দিচ্ছে, ভ্যাকসিন নিয়ে বড় অভিযোগ ভারতে

অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৫৫৫। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬২২২), হুগলি (৮২১), দক্ষিণ ২৪ পরগনা (১৫৮০), হাওড়া (১০২৯), পশ্চিম মেদিনীপুর (৫৯৯), পূর্ব মেদিনীপুর (৭৮৪)।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৫ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৫৮ লক্ষ ৩৪ হাজার ৭৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৭। মোট কোভিড বেডের সংখ্যা ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্যা ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment