বাংলায় একদিনে করোনা আক্রান্ত ৩১৮৮, মৃত ৬২

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৬১ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৮০৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৬১ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৮০৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৮০ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি।

বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৮ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৩ হাজার ৭৬৮। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৬ হাজার ৬৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৬১ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ২২ হাজার ৮০৫ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬২ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪৮৯৯।

Advertisment

আরও পড়ুন: আগস্ট পর্যন্ত দেশে প্রতি ১৫ জনে একজন করোনায় সংক্রমিত! সমীক্ষায় চাঞ্চল্য

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫৫৫১। এরপরই রয়েছে কলকাতা (৫১৪৩), দক্ষিণ ২৪ পরগনা (১৮৪০),হাওড়া (১৩৬৫), হুগলি (১২১২),পশ্চিম মেদিনীপুর (১১৪৮), পূর্ব মেদিনীপুর (১০৭০)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৪৩ হাজার ৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩১ লক্ষ ৮৩ হাজার ৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৬৭৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus