Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩৪০, মৃত আরও ১০

কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১১৯৫। এরপরই রয়েছে হাওড়া (৭২২), উত্তর ২৪ পরগনা (৫২১), হুগলি (২০৯),দক্ষিণ ২৪ পরগনা (১১৫)।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৩৪০ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৭৩, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৬ হাজার ৫০৮। বুধবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৩ হাজার ৫৮৩। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৫৮০ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া ১১৯৫। এরপরই রয়েছে হাওড়া (৭২২), উত্তর ২৪ পরগনা (৫২১), হুগলি (২০৯),দক্ষিণ ২৪ পরগনা (১১৫)।

আরও পড়ুন: ‘যত সিট তত যাত্রী’ নীতিতে পুরানো ভাড়ায় কাল থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৯ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ৩২ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৯.৬৪ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে,সব রেকর্ড ছাপিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা ৮,৯০৮ জন। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে এ দেশে মোট কোভিড পজিটিভের সংখ্যা ২,০৭,৬১৪ জন। এর মধ্যে ১,০০,৩০৩ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে করোনায় প্রাণ গিয়েছে মোট ৫৫,৮১৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২১৭ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment