Advertisment

বাংলায় কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা, সুস্থ ৩৩০৮

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩০৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৯৫২ জন। বেড়েছে সুস্থতার হার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

দৈনিক আক্রমণের নিরিখে রবিবার আবারও ৩ হাজার ছাড়াল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৯ হাজার ৭৮৫। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৫ হাজার ৬৫৭। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৩ হাজার ৩০৮ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩০ হাজার ৯৫২ জন। রাজ্য সুস্থতার হার বেড়ে হল ৮১.৯৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৩১৭৬।

আরও পড়ুন: রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু

অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪৯৬৯। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৯৭৯), পশ্চিম মেদিনীপুর (১৫৪৫), পূর্ব মেদিনীপুর (১৪০৩), দক্ষিণ ২৪ পরগনা (১৩৯৭), হাওড়া (১২৭৪), হুগলি (৯৯২)।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৩ হাজার ৪৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১৮ লক্ষ ৪৫ হাজার ৩৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৮৭টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩২, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৪৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata West Bengal coronavirus COVID-19
Advertisment