সব হিসেব ছাপিয়ে বাংলায় করোনার রেকর্ড সংক্রমণ। একদিনে রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া এবার ৬৫০ পেরোল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৬৫২ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৫৯। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৭৬১। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৬৮। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৪১১ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১২ হাজার ১৩০ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৮৫২। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১১৫৭),হাওড়া (৭৬৫), দক্ষিণ ২৪ পরগনা (৫৫১), হুগলি (২৮৯)।
আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: আনলকে ‘বিশেষ ঘোষণা’-ত্রাণ দুর্নীতিতে ৬ জনকে শোকজ তৃণমূলের-শিক্ষাপাঠক্রমে স্থান পাবে করোনা-মমতাকে আক্রমণ বাবুলের
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৯ হাজার ৬১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৮৮ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪৭৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।
এদিকে, দেশে করোনার থাবা অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৫২২ জন। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৫ লাখ ৬৬ হাজার ৮৪০ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪১৮ জনের। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬, ৮৯৩ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন