Advertisment

বাংলায় একদিনে রেকর্ড সুস্থতা, কমল দৈনিক আক্রান্ত-মৃত্যুর সংখ্যাও

লক্ষ্মীপুজোয় আশার আলো। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থতার সংখ্যা ৪ হাজার ১৫ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পশ্চিমবঙ্গে সামান্য কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। মৃত্যু হারও কমেছে। স্বস্তি দিয়ে রাজ্যে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থতার সংখ্যা ৪ হাজার ১৫ জন।

Advertisment

রাজ্য স্বাস্থ্যদপ্তরের শুক্রবারের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭৯। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৬৯ হাজার ৬৭১ জন। বাংলায় মোট বাংলায় করোনা জয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ২৫ হাজার ৮৮৮ জন। রাজ্যে সুস্থতার হার ৮৮.১৬ শতাংশ।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় রাজ্য়ে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৯ জন। মোট মৃত ৬ হাজার ৭৮৪ জন।

আরও পড়ুন- দেশে সুস্থতার হার বেড়ে ৯১.১৫ শতাংশ, কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা

সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। একদিনে শহরে আক্রান্ত হয়েছেন ৮৮০ জন। কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ৮৬৬ জন।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৭৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় এখনও পর্যন্ত মোট কোভিড পরীক্ষা হয়েছে ৪৫ লক্ষ ১২ হাজার ২৭০ জনের। রাজ্য়ে মোট ৯৪টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৯, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৮১১, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus West Bengal corona virus corona
Advertisment