বাংলায় করোনায় একদিনে মৃত্য়ুর সংখ্য়া বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ১৭৮৫। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৫২ জন। এ নিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ৯৮৪। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২২ হাজার ৩১৫।
এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৬ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৫৬ হাজার ৮৮৪ জন। রাজ্য়ে সুস্থতার হার ৭০.২৪ শতাংশ।
আরও পড়ুন: সাগরে নিম্নচাপ, আজ ও কাল ভারী বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৭৩৬। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫১৯৪), হাওড়া (২০১৭), দক্ষিণ ২৪ পরগনা (১৩৭৫), হুগলি (৮৮৮)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ২২ হাজার ৩২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৯ লক্ষ ৭৮ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৫৬০, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন