বাংলায় একদিনে করোনায় সংক্রমণকে ফের টেক্কা দিল সুস্থতা। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ১২৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ২৬২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৮.৮৮ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৮৭ জন। এ নিয়ে বুধবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৮৯ হাজার ৫৭৬। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৬ হাজার ২৪৬।
গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭০৬৮।
আরও পড়ুন: এবছর হাড় কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা! নভেম্বরের শুরুতেই কমল তাপমাত্রার পারদ
অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬৯৮৪। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৬৫২), দক্ষিণ ২৪ পরগনা (২৬১৮), হাওড়া (২০১৮), নদিয়া (১৯৭৭), পশ্চিম মেদিনীপুর (১৭৭৪), হুগলি (১৫৯৩),পূর্ব মেদিনীপুর (১৫১৫)।
স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৪৫ হাজার ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৭ লক্ষ ৩৩ হাজার ৫০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯৬টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪১, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৯৬৬, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন