রাজ্যে বাড়ল অ্যাক্টিভ কেস, উত্তর ২৪ পরগনায় সংক্রমণের বাড়বাড়ন্ত

অ্যাক্টিভ কেসের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। হুড়মুড়িয়ে সেখানে বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৬২ জনের মৃত্যু হয়েছে।

অ্যাক্টিভ কেসের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। হুড়মুড়িয়ে সেখানে বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ।গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৬২ জনের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

বাংলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৩৩১। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭ হাজার ৪৩৯। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৮৬ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৬২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫১৯৪।

অ্যাক্টিভ কেসের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। হুড়মুড়িয়ে সেখানে বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬০৮৯। এরপরই রয়েছে কলকাতা (৫৭১২), দক্ষিণ ২৪ পরগনা (১৮৯৮),হাওড়া (১৩২৮), হুগলি (১১৮৬),পূর্ব মেদিনীপুর (১১৬৮), পশ্চিম মেদিনীপুর (১০৩৮)।

Advertisment

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪২ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৩ লক্ষ ৯৭ হাজার ৯৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৫। মোট কোভিড বেডের সংখ্যা ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্যা ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata West Bengal coronavirus