Advertisment

করোনায় রেকর্ড সংক্রমণ বাংলায়, একদিনে আক্রান্ত ৪২৭

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৩১৩। এরপরই রয়েছে হাওড়া (৮০২), উত্তর ২৪ পরগনা (৫৮৩), হুগলি (২৯১),দক্ষিণ ২৪ পরগনা (১২৫)।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনার রেকর্ড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৪২৭ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২৯৪, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৭ হাজার ৩০৩। শুক্রবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ২৫। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ২ হাজার ৯১২ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৩১৩। এরপরই রয়েছে হাওড়া (৮০২), উত্তর ২৪ পরগনা (৫৮৩), হুগলি (২৯১),দক্ষিণ ২৪ পরগনা (১২৫)।

আরও পড়ুন: বাংলার বড় খবর: আমফান বিধ্বস্ত সন্দেশখালি-পাথরপ্রতিমা পরিদর্শনে কেন্দ্রীয় দল, রাজ্য শিক্ষা দফতরকে কটাক্ষ দিলীপের, নেতাজী প্রপৌত্রের অনুযোগ

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৯ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ৫১ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৩৯.৮৭ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, করোনা সংক্রমণে নয়া রেকর্ড গড়ল ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৯ হাজার ৮৫১ জনের শরীরে ভাইরাস মিলেছে। সবমিলিয়ে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৭৭০। দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৬ হাজার ৩৪৮। ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৪৬১ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment