Advertisment

বাংলায় করোনায় মৃত আরও ৪, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২: স্বরাষ্ট্রসচিব

আজ একজনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। রাজ্য়ে মোট করোনা-মুক্ত হয়েছেন ২৬৫ জন, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব।

author-image
IE Bangla Web Desk
New Update
lockdown, লকডাউন, পুলিশ, জম্মুকাশ্মীর, police, jammu kashmir, jammu kashmir news, coronavirus, করোনভাইরাস

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

বাংলায় করোনার দাপট ক্রমশ বাড়ছে। করোনায় বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে ভাইরাসে মৃত বেড়ে হল ৭২। রাজ্য়ে করোনায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। রাজ্য়ে করোনায় মোট আক্রান্ত ১ হাজার ৪৫৬। এই মুহূর্তে বাংলায় করোনায় চিকিৎসাধীন ১০৪৭ জন। আজ একজনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। রাজ্য়ে মোট করোনা-মুক্ত হয়েছেন ২৬৫ জন, বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়।

Advertisment

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায় জানান, ''১০ টি সরকারি ও ৫ টি বেসরকারি ল্য়াবে পরীক্ষা করা হচ্ছে। আইসিএমআরের কাছে আরও ১২টি ল্য়াব খোলার অনুমোদন চাওয়া হয়েছে''। তিনি আরও বলেন, ''রাজ্য়ের ৬ কোটি বাড়িতে পৌঁছেছেন আশা কর্মীরা। রাজ্য়ে এখন ৬৭টি কোভিড হাসপাতাল রয়েছে। ২৭১টি ভেন্টিলেটর রয়েছে। আইসিইউ বেড রয়েছে ৮৬০টি''।

আরও পড়ুন: পেট্রাপোল দিয়ে অবিলম্বে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি চালু করতে হবে, রাজ্যকে কড়া হুঁশিয়ারি কেন্দ্রের

স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, ''এন্ট্রি অ্য়াপ করা হয়েছে। এগিয়ে বাংলা ওয়েবসাইটে এই অ্য়াপের সাহায্য়ে বিনা বাধায় ছোটো গাড়িতে করে দেশের বিভিন্ন প্রান্তে থেকে বাংলায় আসতে পারবেন। তীর্থযাত্রীদের জন্য় আরেকটি অ্য়াপ আনা হচ্ছে, সেই অ্য়াপের সাহায্য়ে তাঁরাও ঢুকতে পারবেন''।

লকডাউনে দীর্ঘদিন পরবাসে আটকে থাকার পর অবশেষে মঙ্গলবার রাজস্থান থেকে ডানকুনিতে পৌঁছলেন ১১০০ জনেরও বেশি শ্রমিক এবং তীর্থযাত্রীরা। দীর্ঘপথ অতিক্রম করে আসা যাত্রীদের ফুল দিয়ে সম্বর্ধনাও জানান হয়।

দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী। মঙ্গলবার সন্ধ্যা থেকে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৮০ জন ও মৃত ১১১। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে ভারতে মোট কোভিড-১৯ পজেটিভ ৪৯ হাজার ৩৯১। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৮২ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৪ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment