স্বস্তি! করোনায় বাংলায় সুস্থতায় নয়া রেকর্ড

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪২ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪২ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

করোনার দাপট রয়েছে, তবে তাকে রীতিমতো টেক্কা দিয়ে বাংলায় জয় হচ্ছে সুস্থতার। দৈনিক সুস্থতায় বাংলায় আবারও রেকর্ড। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ২৮৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৪ হাজার ৭৩২ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে ৮৯.২৫ শতাংশ। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪২ জন। এ নিয়ে শুক্রবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৭ হাজার ৪৬৬। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৩৫ হাজার ৫৫৭।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭১৭৭।

আরও পড়ুন: বাংলায় শীতের ছোঁয়া, কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নীচে

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৭২২১। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬৮৪৯), দক্ষিণ ২৪ পরগনা (২৪৭৪), হাওড়া (২০৪২), নদিয়া (১৭৮৭), হুগলি (১৭৪১),পশ্চিম মেদিনীপুর (১৭২০), পূর্ব মেদিনীপুর (১৪৬৭)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ৪৫ হাজার ৩৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৮ লক্ষ ২৪ হাজার ৩২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪১, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৬০। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৪৯৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus