Advertisment

বাংলায় করোনার দাপট, মৃতের সংখ্যা ২ হাজার পার

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২০০৫।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় করোনার সংক্রমণ লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৪৯ জন। এ নিয়ে শনিবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৬১৫। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৫ হাজার ৪৮৬।

Advertisment

এদিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৪ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬৫ হাজার ১২৪ জন। রাজ্য়ে সুস্থতার হার ৭০.৩২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৫১ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ২০০৫।

আজ বাংলার বড় খবর: ‘আত্মহত্যা’র চেষ্টা করোনা আক্রান্তের।। লকডাউনে চেনা ছবি, শুনশান রাস্তা।। ফের উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬ হাজার ৯৮০। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৫৬৬১), হাওড়া (২১৯৬), দক্ষিণ ২৪ পরগনা (১৬৬১), হুগলি (১২৪০)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার ২৫ হাজার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ১০ লক্ষ ৭৯ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৮৩টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৮, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১১ হাজার ৫৬০, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment