করোনায় কাঁপছে বাংলা, একদিনে আক্রান্ত ৪২৬

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৪৭১। এরপরই রয়েছে হাওড়া (৮৮৫), উত্তর ২৪ পরগনা (৭০০), হুগলি (৪০৬),দক্ষিণ ২৪ পরগনা (১৭৩)।

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৪৭১। এরপরই রয়েছে হাওড়া (৮৮৫), উত্তর ২৪ পরগনা (৭০০), হুগলি (৪০৬),দক্ষিণ ২৪ পরগনা (১৭৩)।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

ছবি: পার্থ পাল।

করোনায় কাবু বাংলা। যত দিন গড়াচ্ছে, পশ্চিমবঙ্গে ভাইরাসের থাবা ততই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৪২৬ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ৯ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪০৫, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৮ হাজার ৬১৩। সোমবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ৭৪৩। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৪৬৫ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৪৭১। এরপরই রয়েছে হাওড়া (৮৮৫), উত্তর ২৪ পরগনা (৭০০), হুগলি (৪০৬),দক্ষিণ ২৪ পরগনা (১৭৩)।

Advertisment

আরও পড়ুন: বাংলায় ৩০ জুন অবধি লকডাউন বাড়ালেন মমতা

এদিকে, করোনা পরিস্থিতিতে রাজ্য়ে ৩০ জুন পর্যন্ত লকডাউন জারি থাকছে বলে সোমবার জানিয়েছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার ৯ হাজার ২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ৮০ হাজার ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৪০.২২ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, দেশজুড়ে হু হু করে বাড়ছে কোভিড-১৯ পজিটিভের সংখ্যা। এই নিয়ে টানা পঞ্চম দিন ভারতে সংক্রমণের বৃদ্ধি ঘটল ৯ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৯,৯৮৩ জন। মোট পজিটিভ ২ লক্ষ ৫৬ হাজার ৬১১ জন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে বর্তমান অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৩৮১। সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৪ হাজার ০৯৪ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus