সংক্রমণের মধ্যেও বাংলায় করোনায় আশার আলো দেখাচ্ছে সুস্থতা। দৈনিক সুস্থতায় বাংলায় নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৮৩ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৬৩ হাজার ৪৫৪ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৯.৬৭ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২০ জন। এ নিয়ে রবিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৫ হাজার ৩১৪। বাংলায় করোনায় অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৪ হাজার ৫৬৬।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৭২৯৪। অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭৪৯৭। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৭১৫১), দক্ষিণ ২৪ পরগনা (২২৪৪), হাওড়া (১৯৪২), হুগলি (১৭৭৮)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪৫ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪৮ লক্ষ ৬৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৭। মোট কোভিড বেডের সংখ্য়া ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্য়া ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন