Advertisment

বাংলায় করোনায় বাড়ল দৈনিক সংক্রমণ, কমল সুস্থতা

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪৯ হাজার ৭৩৭ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৯৩ শতাংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

বাংলায় দিন দিন বেড়েই চলেছে করোনার দাপট। গতকালের তুলনায় এদিন দৈনিক সংক্রমণ আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫২৬ জন। এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৪ হাজার ৩০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২৮ হাজার ৮৫৪। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

Advertisment

এদিকে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৭০ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৪৯ হাজার ৭৩৭ জন। রাজ্য়ে সুস্থতার হার বেড়ে হল ৮৭.৯৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে আরও ৬৩ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৫৪৩৯।

আরও পড়ুন: লম্ফঝম্ফই সার, পুলিশকে টপকে নবান্নের বক্সেই ঢুকতে পারল না বিজেপি

Advertisment

অ্য়াক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৬২৫৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৬২৩৫), দক্ষিণ ২৪ পরগনা (১৭৭৩), হুগলি (১৩৮৮), হাওড়া (১৩৬৭), পূর্ব মেদিনীপুর (১২১১), নদিয়া (১০৫৪),পশ্চিম মেদিনীপুর (৯৮২)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ৪২ হাজার ৪৪১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৩৫ লক্ষ ৬৫ হাজার ৬০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৯২টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ৩৭, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৫। মোট কোভিড বেডের সংখ্য়া ১২ হাজার ৭১৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ১২৪৩। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৭৯০টি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment