করোনাকে জয় করেই ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। বিগত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮০ জন। যা এ যাবৎকালে রেকর্ড! বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৯৫। বাংলায় করোনা অ্যাক্টিভ কেসের মোট সংখ্যা ২২ হাজার ৫৭৩। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য জানা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ২ হাজার ৯৯৪ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লক্ষ ৯০ হাজার ১৬৫ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৯৩.৯৪ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৯০৫৭।
আরও পড়ুন, ‘সুস্থ হয়ে উঠুন’, করোনা আক্রান্ত নাড্ডার সুস্বাস্থ্য কামনা মমতার
অ্যাক্টিভ কেসের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫৮৪৩। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৪৫৫৬), হুগলি (১১০২), দক্ষিণ ২৪ পরগনা (১৪৫২), হাওড়া (১১০২), পশ্চিম মেদিনীপুর (৮৩৪), পূর্ব মেদিনীপুর (৯২৫)।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার ৪১ হাজার ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৬৪ লক্ষ ২৩ হাজার ৪৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্যে মোট ১০১টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্যে সরকারি কোভিড হাসপাতালের সংখ্যা ৪৪, বেসরকারি হাসপাতালের সংখ্যা ৫৭। মোট কোভিড বেডের সংখ্যা ১৩ হাজার ৫০৮, মোট আইসিউ বেডের সংখ্যা ১৮০৯। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ১০৯০টি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন