Advertisment

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনায় আক্রান্ত ৩৭২, মৃত আরও ১০

কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৫৪৮। এরপরই রয়েছে হাওড়া (৯০৮), উত্তর ২৪ পরগনা (৭১৬), হুগলি (৪১৬),দক্ষিণ ২৪ পরগনা (১৯১)।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus, করোনাভাইরাস

প্রতীকী ছবি।

একদিনে সংক্রমণের নিরিখে বাংলায় করোনা আক্রান্তের সংখ্য়া কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৩৭২ জনের শরীরে মিলেছে কোভিড ১৯। উল্লেখ্য়, গত কয়েকদিনের হিসেবে একদিনে বাংলায় করোনা সংক্রমণের সংখ্য়া ৪০০ পার করেছিল। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলায় আরও ১০ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৪১৫, রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৮ হাজার ৯৮৫। মঙ্গলবার পর্যন্ত রাজ্য়ে করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া বেড়ে হয়েছে ৪ হাজার ৯৫০। বাংলায় করোনা মুক্ত হয়েছেন ৩ হাজার ৬২০ জন।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১৫৪৮। এরপরই রয়েছে হাওড়া (৯০৮), উত্তর ২৪ পরগনা (৭১৬), হুগলি (৪১৬),দক্ষিণ ২৪ পরগনা (১৯১)।

আরও পড়ুন: আজ বাংলার বড় খবর: শাহের ভার্চুয়াল সভা ঘিরে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ-মমতার নয়া ঘোষণা-বিজেপিতে সিপিএমের প্রাক্তন সাংসদ-দু’দিন বাদেই রাজ্যে বর্ষা

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ৭ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ২ লক্ষ ৮৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে করোনায় সুস্থতার হার ৪০.২৮ শতাংশ। রাজ্য়ে মোট ৬৯টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ১৬, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ৮ হাজার ৭৮৫, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯২০। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯২টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৯,৯৮৭ জন। ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৩১ জনের। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে দেশে মোট কোভিড পজেটিভ ২ লক্ষ ৬৬ হাজার ৫৯৮ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ২৯ হাজার ৯১৭ ও সুস্থ হয়ে গিয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। দেশে করোনায় মোট মৃত ৭, ৪৬৬।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment